চাটখিলে প্রাণিসম্পদ প্রদর্শনী’২১ উদযাপন
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ‘প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় আজ শনিবার দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী’২১ উদযাপিত হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসা’র সভাপতিত্বে সনদপত্র ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান সহ সাধারন গুলজার হোসেন সৈকত, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ুব, সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ৫নং মোহাম্মদপুর ইউ.পি চেয়ারম্যান সহিদ উল্যাহ সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তি বর্গ। সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস